হাজী কাজী নজরুল ইসলামঃ
বাঙ্গালীর ঘরে হাজার বছর ধরে
দোল খায় বাঙ্গালীয়ানা।
নববর্ষের আনন্দ বার বার আসে
কোথাও নেইকো মানা।
চিড়া, দৈ, খৈ, পাতে নিয়ে নিতাম
মেলায় বাঁশির সুর।
আজি সে আনন্দ কমিয়া গিয়াছে
হাজার বছর যেন দূর।
অতিত ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে
মতপ্রার্থক্যের চালে।
সে কারনেও মনেহয় দুই ধর্মের লোক
বসেনা এক ঢালে।
হাল খাতায় হিসাবের পান্ডু বদলের
লেনা দেনার কমেছে ভার।
এদিকে দেশের আর্থিক প্রতিষ্ঠানে
ডিসেম্বর হয় অবতার।
সখ্যালঘুরা নতুন বছরের তাবেদার
সখ্যাগুরুরা একটু দূরে।
তবুও বছরটি বারে বারে এসেযায়
বাঙ্গালীর ঘর দোরে।
পান্তা ইলিশ, পাঁচন সবজির বাহার
অলসে রহিয়াছে পড়ে।
তবুও বাঙ্গালীর বাঙ্গালীয়ানায় ডুবে
বৈশাখ রয়েছে ধড়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.