জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জে দিনদুপুরে প্রভাষকের বাসায় নগদ অর্থ স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। ১৫ অক্টোবর (শুক্রবার) দিনের কোন এক সময়ে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক আজিজুল হক নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডস্থ আল করিম জামে মসজিদ সংলগ্ন ৫ তলা ভবনে প্রায় ৫-৬ মাস যাবৎ বাসা ভাড়া নিয়ে পরিবার সহ থাকতেন। শুক্রবার পরিবারের সবাইকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে চলে গেলে বাসা খালি বুঝতে পেরে দিনের কোন এক সময় চুরের দল বাসায় হানা দেয়। তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি ও সোকেজ ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে প্রভাষক আজিজুল হক বাসায় ডুকে এমন অবস্থা দেখতে পান। এ ব্যপারে থানায় জিডি করবেন বলে জানিয়েছেন প্রভাষক আজিজুল ইসলাম।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.