জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ছোট ভাইয়ের উপর অভিমান করে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া বোন ইয়াসমিন (১২) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ইয়াসমিন বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজার দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন (১২) তার ছোট ভাইয়ের সাথে রাগারাগি করে বাড়ির পাশের জাম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আশেপাশের লোকজন ইয়াসমিনকে গাছের সঙ্গে ঝুলতে দেখে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ ময়নাতদন্তের জন্য নবীগঞ্জ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.