জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ
নবীগঞ্জে গরুচড়াতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল খালিক (৫০) নামে এক ব্যক্তিনিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ জুন) দুপুর ২টারদিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এঘটনা ঘটে। নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নেরপানিউমদা তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লাহ'র ছেলে।স্থানীয়রা জানান- বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিহচ্ছিল। দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের আব্দুল খালিক গুড়ি গুড়িবৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকায় গরু চড়াতে যায়। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়।
এতেবজ্রাঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন লাশউদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখমহিউদ্দিন বলেন- স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.