অনলাইন ডেস্কঃ মশার জীবাণুবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০ জন। একজন ঢাকার বাইরে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৮৮৪ জন ও অন্যান্য বিভাগে ৬৮ জন ভর্তি রয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৬৪৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চার হাজার ৬৬৯ জন। ডেঙ্গু সন্দেহে ২৪ জনের মৃত্যুর তথ্য আইইডিসিআরে জমা পড়েছে। তবে এসব মৃত্যু ডেঙ্গুতে কিনা তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
চলতি বছরের শুরু থেকেই ডেঙ্গু রোগে মানুষ আক্রান্ত হতে শুরু করে। পর্যায়ক্রমে তা বাড়ছে। গত কয়েক দিনের চিত্রে দেখা যাচ্ছে, প্রতিদিনই আক্রান্তের সংখ্যার রেকর্ড ভাঙছে। এদিকে, এডিস মশার বিরুদ্ধে রাজধানীর দুই সিটি করপোরেশন চিরুনি অভিযানসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে।
স্বাস্থ্য অধিদপ্তরে রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরিচালিত সর্বশেষ জরিপে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার চারটি ওয়ার্ডে এডিস মশার ঘনত্ব বেশি মাত্রায় পাওয়া গেছে। বিপরীতে দক্ষিণ সিটিতে এ ধরনের ওয়ার্ড ছয়টি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.