নড়াইল সংবাদদাতাঃ
নড়াইল জেলা ডিবি পুলিশের অভিযানে ১২৩৬ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক হয়েছে।
এস আই মোঃ আলী হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নড়াইল সদর থানাধীন মালিবাগ ও সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে মেইন সড়কের উপর মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে মোঃ হাসান শেখ (৩৩), পিতা- রুস্তম শেখ, গ্রাম- কুচিয়াবাড়ি, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল ঘোরাফেরা করছে।
তিনি বিষয়টি তাৎক্ষণিক পুলিশ সুপারকে অবগত করেন। পুলিশ সুপারের নির্দেশনায় এসআই আলী হোসেন ডিবি পুলিশের একটি চৌকস টিমের অফিসার ও ফোর্স সহ মালিবাগ ও সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে মেইন রোডের উপর থেকে মোঃ হাসান শেখকে ১২৩৬ পিস ইয়াবা সহ আটক করেন।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.