নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানাকে ২৭ অক্টোবর রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দূর্বৃত্তরা।
তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে আজ (২৮ শে অক্টোবর) সকাল নয়টার দিকে তার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন জানান, শুনেছি গতকালকে মারামারি হয়েছিল,আজকে সকালে মৃত্যুর খবরটি জানতে পেরেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.