শেরপুর সংবাদদাতাঃ
শেরপুর জেলার নকলা উপজেলায় ১০ জুয়াড়ী সহ ১৩ জনকে গ্রেফতারকরে জেল হাজতে প্রেরন করেছে নকলা থানা পুলিশ। ২ আগষ্ট নকলা থানার পুলিশ টিম অভিযান পরিচালনা করিয়া ১০ জন জুয়ারীকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ গ্রেফতার করে এবং সাজা প্রাপ্ত ০১ জন আসামী ও নিয়মিত মামলায় ০১ জন অটোরিক্সা চোরকে গ্রেফতার এবং গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ০১ জন আসামী সহ মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করে।গ্রেফতার কৃত আসামিদের নাম মো: আজিজুল হক(৩৫) পিতা -মৃত ইমান আলী, খোরশেদ আলম, পিতা মৃত রহিম উদ্দিন, খোরশেদ আলম, পিতা মৃত জুলহাজ উদ্দিন,মোঃ সোহেল(২৭),পিতা মৃত হায়েত উল্লাহ,মো: কামরুল ইসলাম(৩৫) পিতা-মৃত সোরহাব আলি,মো: ময়দান আলী (৪৫),পিতা- মৃত ঈমান আলি,মো: আকরাম হোসেন(৪০) পিতা মৃত- মোহাম্মদ আলি কবিরাজ, মো: নিজাম উদ্দিন(৫৫) পিতা মৃত- ইসমত আলি সকল আসামিদের বাড়ি পাঠাকাটা,মো:বিল্লাল হোসেন(৪০) পিতা- মৃত সিরাজুল হক গ্রাম- টালকি, আবু তাহের(৬০), পিতা মৃত সোহরাব আলী গ্রাম টালকি পূর্ব পাড়া। নকলা থানা অফিসার ইনচার্জ মো: মুশফিকুর রহমান বলেন, মাদক এবং জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সকল জনপ্রতিনিধি, এলাকার সচেতনদের এগিয়ে আসতে হবে এবং সামাজিক আন্দোলন গড়েতুলতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম থেকে তথ্য দিয়ে সহযোগিতাকরলে এলাকার মাদক এবং জুয়া নির্মূল করা সম্ভব। মাদক এবং জুয়ার ছোবলে যুব সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে। সবার প্রতি অনুরোধ আপনার সন্তান কোথায় কার সঙ্গে মিশছে এবং মাদক এবং জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ল কি না সেটা আপনি নজরে রাখবেন, খোঁজখবর নেবেন। আমি ২৪ ঘণ্টা আপনাদের সেবায় নিয়োজিত। যেকোনো সময় আপনারা যেকোনো বিপদে আমাকে ফোন করবেন, অবশ্যই সহযোগিতা পাবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.