গোলাম রাব্বানী, নওগাঁ থেকেঃ নওগাঁ ডিসি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় নওগাঁর আবদুল জলিল শিশু পার্ক থেকে র্যালী নিয়ে ডিসি অফিস ঘেরাও করে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের পৃথক মন্ত্রণালয় ও ভূমিকমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদ ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান এর সভাপতিত্বে ও সুজিত পাহানের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা শহীদ হাসান সিদ্দিকী (স্বপন) ও জয়নাল আবেদীন মুকুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি কোষাধ্যক্ষ সুধীর তির্কী, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা যুগ্ন আহবায়ক মহেন্দ্র পাহান।
আরও উপস্থিত ছিলেন, মার্টিন মূর্মূ, পরিতোষ পাহান, অনিতা তির্কী, নিতাই পাহান, দিলিপ পাহান, জগেশ উরাও, ধীরেন লাকড়া, আইচন পাহান, অজিত মুন্ডা, হেমন্ত পাহান, পরেশ টুডু, নিরান্জন পাহান, চঞ্চল পাহান, পলাশ পাহান, প্রশান্ত পাহান, মিঠুন চন্দ্র পাহান, শাকিল পাহান, ব্রতী সমাজ কল্যাণ সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ বার আলী, মানবাধিকার কর্মী নাইস পারভীনসহ আরো অনেকে।
র্যালী, ডিসি অফিস ঘেরাও এবং আলোচনা শেষে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সহ ১৬ দফা দাবির প্রতি সংহতি বক্তব্য সহ স্মারকলিপি গ্রহন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.