সেদিন চৌধুরী হীরা:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় অষ্টমী পূজার দিন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের লাকসাম উপজেলা ও লাকসাম পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।
তিনি বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় ধর্মীয় সম্প্রীতির পক্ষে এবং সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।"
পূজা পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পূজা ফ্রন্টের লাকসাম উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির নেতৃবৃন্দ স্থানীয়ভাবে পূজামণ্ডপ পরিদর্শন করে থাকেন এবং শুভেচ্ছা জানানোর এই উদ্যোগটি সম্প্রদায়গত সম্প্রীতি রক্ষায় একটি ইতিবাচক ভূমিকা রাখে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.