জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি'র (এমএমএস) হলরুমে সমিতির আলো প্রোগ্রাম এর আয়োজন করে। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা করে।
সংলাপে সভাপতিত্ত্ব করেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম।
আলো প্রোগ্রামের কো-অর্ডিনেটর আঁখি আক্তার সংলাপটি সঞ্চালনা করেন।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চম্পা বেগম, নুরজাহান বেগম, মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের প্রভাষক সালেহা আক্তার মনা, গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামীম শেখ, দৌলতদিয়া ইউনিয়নের বিবাহ-তালাক রেজিস্ট্রার আ. জব্বার, স্থানীয় মসজিদের ইমাম শহিদুল ইসলাম , মো. কামরুল ইসলামসহ এনজিও কর্মী এবং দৌলতদিয়া পতিতা পল্লীর নারী প্রতিনিধিগন এতে অংশগ্রহন করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.