গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ২২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি ৪১টি হাসপাতালে ২৪৬ জন। বাকি ৭৫ জন রোগী ঢাকার বাইরে।
বর্তমানে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ৮০ জন। এর মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৯১ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে ভর্তি হওয়া রোগীদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৮৯৬ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মৃত্যু হয়েছে ৫৪ জনের।
এদিকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব ভবন ও স্থাপনায় এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব স্থাপনার মালিককে বিভিন্ন অংকের আর্থিক জরিমানা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.