একদিনে করোনায় এতো মৃত্যু দেখেনি বাংলাদেশ
অনলাইন ডেস্কঃ দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জুন দেশে ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন।
এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।
আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ।
এর আগে গতকাল বুধবার করোনায় ১১৫ জনের মৃত্যু হয়। করোনার ইতিহাসে সেদিন সর্বোচ্চ ৮৮২২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.