কক্সবাজার সংবাদদাতাঃ
কক্সবাজারের কীর্তিমান হাফেজে কুরআন, মা’হাদ আন-নিবরাসের মেধাবী শিক্ষার্থী, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোড়ন সৃষ্টিকারী ক্ষুদে কারি মুশফিকুর রহমান নিবরাসির শবিনাখতম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে অতিথি ছিলেন, বদরমোকাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল খালেক নিজামী, বাংলাবাজার মাদ্রাসা যায়েদ বিন সাবিত (রা.) এর পরিচালক মাওলানা হাফেজ মুবিনুল হক, শহীদ তিতুমীর ইনস্টিটিউট কক্সবাজারের পরিচালক মাস্টার শফিকুল হক, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, সিকদার মহল বাইতুল মোয়াজ্জম জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ নূরুল হুদা, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের খতীব হাফেজ মুহাম্মদ আবুল মনজুর, খুরুশকুল গাজীরডেইল দারুল উলূম দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ইসমাঈল, শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আবসার কামাল, রুমালিয়ারছড়া বাইতুর রিদওয়ান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রিদওয়ানুল হক, খুরুশকুল রোডস্থ মসজিদে সুফিয়ার ইমাম মাওলানা হাফেজ সাইফুল ইসলাম।
মা’হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে শবিনাখতম অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন মুশফিকের পিতা হাফেজ নূরুল হাকিম সোহেল।
শিক্ষাপরিচালক মাওলানা আনসারুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অতিথিরা ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং মুশফিকসহ সকলের জন্য শুভকামনা জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.