হাজী কাজী নজরুল ইসলাম:
দৃষ্টির সল্পতায় দূরে দেখি ঘোলা
বার্ধক্য এসছে ঘাড়ে।
বহুত খুব সুক্রিয়া পরোওয়ার
তরী বুঝি ভিড়িয়াছে পাড়ে।
এমন হায়াত পেয়েছি খুশিতে
আলহামদুলিল্লাহ বলি।
সবল দৃষ্টির বহু মানবেরা কত
আগেই গিয়াছে চলি।
আমিতো এখনো তব রহমতে---
গ্রহতে করি বাস।
কত আনন্দে, জীবনের যত যাতনা
করিতে পারেনি ঘ্রাস।
সবি তোমারি দয়া,পাই পূর্ণ ছায়া
দয়াই ভরসার ঢাল।
হাজার সুক্রিয়া, নত শিরে বলি
সবি তোমারি অবধান।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.