মো.আব্বাস উদ্দিন: প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইনে'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, মোরশেদুল আলম চৌধুরী। সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. এনাম খান, উচালিয়াপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. মো. জহিরুল ইসলাম, উপজেলা এনসিপির সমন্বয়ক হাজী মো. মোবারক হোসেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক,
সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনসুর হোসেন, কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফ উদ্দিন, উপজেলা
শারদীয় দুর্গাৎসব পরিচালনা কমিটির সভাপতি
দেবদাস সিংহ রায়, কমিটির সাধারণ সম্পাদক উত্তম কর্মকার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, সরাইল উপজেলা ফায়ার সার্ভিসের মো. রিয়াজ আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এবছর উপজেলাটিতে ৫২টি মন্দিরের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় সরাইলে অনুষ্ঠিত পূজা মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা, সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন, ডিজে গান বাদ দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পূর্ণ সঙ্গীত পরিবেশন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অসীম কুমার ধর।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.