দুমকি উপজেলা ও পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালীর জেলার দুমকি উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
০৪ অক্টোবর রাতে জনতা কলেজ রোডে মনিমুক্তা বিল্ডিং এর সামনে ৪০ পিচ ইয়াবাসহ ২ জনকে এবং লেবুখালী খাবার বাড়ি রেস্টুরেন্টের উত্তর পাশ থেকে ১কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ।
দুমকি থানা সূত্র জানায়, দুমকি উপজেলায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্তিকপাশা ৬ নং ওয়ার্ডের মৃত রুস্তম মৃধার ছেলে আলমগীর মৃধা (৩৮) ২০ পিচ এবং আঠারগাছিয়া কেরামত হাওলাদারের ছেলে মোঃ হান্নান হাওলাদার (৩২) ২০পিচ মোট ৪০ পিচ ইয়াবা এবং লেবুখালী থেকে শুভ মৃধা (২৫) পিতা মোঃ সিদ্দিকুর রহমান সাং উত্তর বদরপুর ১ নং ওয়ার্ড থানা জেলা - পটুয়াখালী, ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। দুমকি থানা অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ হান্নান জানান, এদের নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে শোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.