নিজেস্ব প্রতিনিধিঃ
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দি ডেইলি প্রেজেন্ট টাইম্ ও দূর্বার ডটকম এর যৌথ উদ্যোগে লাকসামে ১৮ রামাদান ১০ এপ্রিল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ডেইলি প্রেজেন্ট টাইম পত্রিকার কুমিল্লা প্রতিনিধি নুরে আলম মানিক৷
সেলিম চৌধুরী হীরার উপস্থাপনায় বক্তব্য রাখেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতিয় সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, সাধারন সম্পাদক ও আলোকিত বাংলাদেশ লাকসাম প্রতিনিধি আবদুর রহিম, আপ্যায়ন সম্পাদক ও আমার সংবাদ লাকসাম প্রতিদিন আমজাদ হোসেন, যুগান্তর লাকসাম প্রতিনিধি এম এ মান্নান৷
এসময় আরো উপস্থিত ছিলেন মানব কন্ঠ লাকসাম প্রতিনিধি আবদুর রশিদ, মুক্ত খবর লাকসাম প্রতিনিধি আবুল হোসেন বাবুল, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ওমর ফারুক দৈনিক নবচেতনা লাকসাম প্রতিনিধি, আমিনুল ইসলাম দৈনিক বাংলা খবর লাকসাম প্রতিনিধি, আফরাতুল করিম দৈনিক গড়ব বাংলাদেশ কুমিল্লা জেলা প্রতিনিধি সহ স্থানীয় সংবাদ কর্মীবৃন্দু ও গন্যমান্য ব্যক্তি বর্গ৷
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন উত্তর পশ্চিমগাঁও নুরে মদিনা জামে মসজিদের খতিব মাওলানা ওহিদুল ইসলাম৷
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.