অনলাইন ডেস্কঃ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ বার্তা সংস্থা আরআইএ-এর বরাত দিয়ে রয়টার্স জানায় ল্যাভরভ বলেছেন, 'যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে, তাহলে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে।'
তিনি আরও বলেন, 'ইউক্রেনের হাতে যদি পারমাণবিক অস্ত্র আসে তাহলে তা রাশিয়ার জন্য "সত্যিকারের হুমকি" তৈরি করবে।'
এক সপ্তাহ আগে ইউক্রেনে সামরিক হামলা শুরু করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় অভিযানের নির্দেশ দেওয়ার পর থেকে প্রায় অর্ধ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় যুদ্ধের আতঙ্কে দেশ ছেড়েছে।
ইউক্রেনজুড়ে দুই দেশের সংঘাতের মধ্যে পশ্চিমা দেশগুলোর রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। আজ বুধবার ইউক্রেনের শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে রাশিয়া।
এদিকে আজ বুধবার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্টের উদ্দেশে বলেছেন, 'তিনি (পুতিন) হয়তো যুদ্ধের ময়দানে লাভবান হতে পারেন, তবে তাকে দীর্ঘমেয়াদে ক্রমাগত উচ্চ মূল্য দিতে হবে। তার (পুতিন) জন্য কী অপেক্ষা করছে এ ব্যাপারে তার কোনো ধারণা নেই।'
ইউরোপীয় ইউনিয়ন, কানাডার পর যুক্তরাষ্ট্রও তাদের আকাশসীমায় রুশ বিমান নিষিদ্ধ করেছে।
বুধবার একটি ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'মস্কোর আক্রমণের প্রথম ৬ দিনে প্রায় ৬ হাজার রাশিয়ান নিহত হয়েছেন।'
ক্রেমলিন ইউক্রেনে বোমা কিংবা বিমান হামলার মতো আগ্রাসী সিদ্ধান্ত নিতে সক্ষম হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.