হালিম সৈকত, কুমিল্লা ।।
কুমিল্লার তিতাস থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ সবুজ মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সবুজ মিয়া তিতাস উপজেলার মৌটুপী গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত ছাদেক হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছিল, যার মামলা নম্বর ১১/৫/২০২৫।
ওই মামলায় অভিযুক্ত সবুজ মিয়া পুলিশের অভিযানের সময় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হন। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিতাস থানা পুলিশের এমন সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। মাদকের বিরুদ্ধে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিতাস থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.