এজানুর রহমান, ডোমার (নীলফামারী) থেকেঃ "শিখবে শিশু হেসে খেলে, শান্তি মুক্ত পরিবেশ পেলে" এই স্লোগান কে সামনে রেখে বামুনিয়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে, জনাব মোছাঃ শারমিন আক্তারের সভাপতিত্বে, প্রায় চল্লিশ( ৪০) টি ইভেন্টে বিভিন্ন বিদ্যালয়ের কয়েকশত ছাত্র -ছাত্রীকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকাল ৫টায় প্রধান অতিথির উপস্থিতিতে বিভিন্ন বিদ্যালয়ের ১২০ জন প্রতিযোগির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমিনুর রহমান, (চেয়ারম্যান ৫নং বামুনিয়া ইউপি)। তিনি তার বক্তৃতায় লেখা পড়ার পাশাপাশি চরিত্র গঠন ও নেশামুক্ত দেশ গড়ার জন্য শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও জোর দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম (সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বামুনিয়া ইউনিয়ন শাখা), জনাব সুদীপ চন্দ্র শর্মা সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ডোমার-নীলফামারী)।
আরোখ উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান (প্রধান শিক্ষক বামুনিয়া এস সি উচ্চ বিদ্যালয়) এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে আমন্ত্রিত বিভিন্ন অতিথি ওশিক্ষক বৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.