লাকসাম প্রতিনিধিঃ 'মাছে ভাতে বাঙ্গালী', অথচ আজ অনেক নদী, খালে মাছ পাওয়া যায় না। তাই ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশন এর উদ্যোগে সমাজের সকল মানুষকে উদ্ভুদ্ধ করতে লাকসাম উপজেলার ডাকাতিয়া নদীতে দেশীয় ও কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনিক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুজন, নাথেরপেটুয়া শাখার সভাপতি মামুন মিজান, পরিবেশ বিষয়ক সম্পাদক ইমন, কর্মসূচি বিষয়ক সম্পাদক আরিফিন সাগর, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফারুক ওয়াহিদ, নির্বাহী সদস্য অন্তু, শাহাদাত সহ প্রমুখ।
এইসময় সংগঠন এর সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি বলেন, আসুন আমরা সকলে মাছ চাষ ও মাছ ছাড়তে উদ্ভুদ্ধ হই, দেশ ও জাতীর ঐতিহ্য রক্ষা করি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.