আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ও উদযাপন করা বৃহস্পতিবার বিকেলে রহিমানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“আমার গ্রাম আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত” এই শ্লোগানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য দেন, (ভার্চয়ালী) অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু, শিক মো: নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক, আক্তার হোসেন, রহিমানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: ফজলে রাব্বি, ধর্মীয় কমিটির প্রতিনিধি আবু সায়েদ, রহিমানপুর ইউনিয়ন শিশু ফোরামের সভাপতি সাদিয়া আফরিন, শিশু ফোরামের সদস্য মো: রাফি প্রমুখ।
অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা, সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবক, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, ভিডিসি, শিশু ও যুব ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে রহিমানপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত যোঘণা করেন প্রধান অতিথি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.