ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজবাড়ী এলাকায় কুলিক নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুলিক নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, দুপুরে কুলিক নদীতে কিছু লোক মাছ ধরতেছিল এ সময় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ অজ্ঞাত ওই যুবকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে আনুমানিক তার বয়স ২২-২৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.