আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ০৬জন আসামীকে আটক করা হয়েছে।
সোমবার (৪ আগষ্ট ) বিকালে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ফিডার স্কুল পাড়া গ্রামে মোশারুল ইসলাম এর পুকুর পাড়ে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেনঃ ১। শ্রী ধর্ম নারায়ণ (৩৯) পিতা - জিতেন্দ্র নাথ রায়, সাং- কচুবাড়ি তরুণ কৃষক ক্লাব, ২। শ্রী তাপস রায় (৩২),পিতা - বুদারু রায়, সাং- ঐ ৩। মোঃ আব্দুল কাইয়ুম (২৮) পিতা - মোঃ আব্দুল হাকিম, সাং- সাসলা পিয়ালা, ৪। মোঃ মোস্তফা কামাল (৩৬) পিতা- মৃত সফিকুল ইসলাম, সাং- কচুবাড়ি মুন্সিপাড়া, ৫। মোঃ কামরুল ইসলাম (২৯) পিতা- আব্দুল জলিল, সাং- কচুবাড়ি হাটপাড়া, ৬। মোঃ মমিনুল ইসলাম ওরফে মমিন (৩৭) পিতা- মোঃ মিয়াজ উদ্দিন, সাং- কচুবাড়ি হাটপাড়া, সকলের থানা- ভূল্লী, জেলা- ঠাকুরগাঁও।
এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪ হাজার ৩৯০ টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরসালিম তুরাগ, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে, প্রত্যেক আসামিকে ৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, সকল আসামীকে সাজা পরোয়ানা বলে ঠাকুরগাঁও জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান চলমান থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.