কক্সবাজার জেলা প্রতিনিধি।
বৃদ্ধা শাশুড়ীকে খুন করে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে রেখেছে তার পুত্রবধু রাশেদা বেগম(২৬)। নিহত মমতাজ বেগম (৬৫) স্থানীয় মৃত গোলাম কবিরের স্ত্রী। খুনি রাশেদা বেগম ছিলেন নিহত মমতাজ বেগমের ছেলে আলমগীরের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী গ্রামে।
পুলিশ ঘটনাস্থল থেকে খুনি পুত্রবধু রাশেদা বেগমকে আটক করেছে।
সূত্রমতে, খুনি রাশেদা বেগমের সাথে শাশুড়ী মমতাজ বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।
সেই দ্বন্দ্বের ক্রোধের কারণে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শাশুড়ীকে গলা কেটে হত্যা করে রাশেদা বেগম। পরে টুকরো টুকরো করে বস্তা ভরে বাড়ির আঙ্গিনায় পুঁতে রাখে।
শনিবার রামু থানা পুলিশ গোপন তত্ত্বের ভিত্তিতে তল্লাশি করে বস্তাভর্তি মমতাজ বেগমের লাশ উদ্ধার করে। হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে খুনি রাশেদা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
পারিবারিক সূত্রমতে জানা যায়, শাশুড়ী মমতাজ বেগম ছিলেন খুনি পুত্রবধু রাশেদা বেগমের আপন ফুফু।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.