মোঃইমন, মহেশপুর উপজেলা থেকেঃ রোববার (১৫মে) ঝিনাইদহ ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে সামান্তা এলাকার মৃত অাব্দুল কাদের ছেলে মোঃ অামিনুর রহমান (৪২) কে আটক করেছে৷ মহেশপুর থানাধীন মহেশপুর-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বজ্রাপুর আক্কাস আলীর চায়ের দোকানের বিপরীতে হাইওয়ে রাস্তার উত্তর পার্শ্ব হইতে ২ কেজি গাঁজা সহ আটক করে বলে ডিবি সূত্রে জানাযায়৷
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.