ঝালকাঠি সংবাদদাতাঃ
ঝালকাঠির নলছিটি গোপালপুর দারুল জান্নাত দাখিল মাদরাসার আয়া পদে দূর্নীতি অনিয়মের মাধ্যমে নিয়োগ দেয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্থানীয় এক সাংবাদিকের অফিসে সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য নাছরিন বেগম ও তার স্বামী মোঃ আসলাম খান জানান, গত ১১ডিসেম্বর ২০২০ সালে যুগান্তর পত্রিকায় জান্নাত দাখিল মাদরাসায় আয়া পদে ১জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। আমি ওই পদে আবেদন করলে গত ১২ আগস্ট ২০২২ সালের নলছিটি উপেজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্য গোপালপুর দারুল জান্নাত দাখিল মাদরাসার সুপারের স্বাক্ষরিত একটি ইন্টারভিউ কার্ড পাই। ১২ তারিখে সেখানে উপস্থিত হয়ে সেখানের অফিস বন্ধ দেখে সেখানে ঘুরাঘুরি করতেথাকি এবং বিভিন্ন দপ্তরে খোঁজ খবর নিতে থাকি পরে জানতে পারি যে নিয়োগপরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে বরিশাল বিএম কলেজে নেয়া হয়েছে। ততোক্ষনে পরীক্ষা দেয়ার সময় শেষ হয়ে যায়। নিয়োগ বোর্ডের কর্মকর্তারা উদ্দেশ্য পোন্নদিত হয়ে বিশেষ একজনকে নিয়োগ দেয়ার কারনে এরকম করা হয়েছে। তাই উক্ত নিয়োগ বাতিল করে নতুন করে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে চাকুরী দেয়ার দাবী জানাচ্ছি ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.