মুস্তাকিম হুসাইন , বিশেষপ্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর স্টেশনের অদুরে ধীরাশ্রম স্টেশন ঢোকার মুখে দেয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি সেখানে আটকে গেলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে জয়দেবপুর জংশনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেস, ধীরাশ্রম স্টেশনে একতা এক্সপ্রেসসহ আশপাশের কয়েকটি স্টেশনে বিভিন্ন ট্রেন যাত্রাবিরতি করছে। বেলা দেড়টার দিকে ঢাকাথেকে উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.