হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে আলোচনা সভা, র্যালী ও কবিতা আবৃত্তি ,নাটক, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নিশাত আনিকা অনন্যার
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিলকি,ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামান্না ছালেহীন,
সদর থানার এসআই জোৎস্না বেগম,
দৈনিক দুর্বার নিউজ জামালপুর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান ।
বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুর জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, ব্র্যাক এলাকার ব্যবস্থাপক জামিরুল ইসলাম ।
অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.