হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাত কে আটক করেছে ডিবি পুলিশ।
রাত ০৩.৪০ ঘটিকায় জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন পৌর-শহরের কথাকলি মার্কেটের দ্বিতীয় তলায় হোটেল খোদোয়া(আবাসিক) আবাসিক হোটেলের ভিতর হতে ০৫(পাঁচ) জন ডাকাতকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ০১টি কাটার মেশিন, ০২টি দাড়ালো ছুরি, ০১টি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিদের মধ্যে
১। জাহের আলী(৬৫), পিতা-মৃত মেহের আলী, ২। মাইন উদ্দিন(৩৫), পিতা-মৃত শহিদ মিয়া, মা ৩। মোঃ কাওসার মিয়া(৩০), পিতা-আব্দুল মান্নান,৪। মোঃ আকাশ মিয়া(২৮), পিতা-অলি মিয়া সর্ব সাং-সেন্দ উত্তরপাড়া (জজ মিয়া সরদার বাড়ির কাছে), ইউপি-রামরাইল, ৫। বিল্লাল হোসেন(২৮), পিতা-মৃত ফজলুল হক, সাং-মজলিশপুর খরমপুর পাড়া, ইউপি-মজলিশপুর, সর্ব থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ ০৫(পাঁচ) জন অস্ত্রধারী ডাকাতকে আটক করেন চার্জ অফিসার, জেলা গোয়েন্দা শাখা এসআই(নিঃ) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/সুমন চন্দ্র সরকার, এসআই(নিঃ)/মোঃ আতিকুর রহমান, এসআই(নিঃ)/মোঃ সোহাগ রানা, এসআই(নিঃ)/আব্দুল্লাহ আল আজাদ, এসআই(নিঃ)/আব্দুল মতিন এর সমন্বয়ে গঠিত জেলা গোয়েন্দা শাখা, জামালপুর এর চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.