লাকসাম প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় অসাধারণ সাফল্য অর্জন করেছে। মোট ৩৮টি ইভেন্টের মধ্যে প্রতিষ্ঠানটি গৌরবজনকভাবে ২২টিতে প্রথম স্থান অর্জন করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে।
এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও নিষ্ঠার পাশাপাশি শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল–এর সুদৃঢ় ও দক্ষ নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ের ফলাফলে বিদ্যালয়ের ধারাবাহিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যে, পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষায় প্রতিষ্ঠানটি একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
এ সাফল্যে বিদ্যালয় পরিবারসহ অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকাবাসী গভীর সন্তোষ প্রকাশ করেছেন। বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা ক্ষেত্রে আরও অগ্রগতি সাধন করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.