মাসুদ রানা জামালপুর প্রতিনিধি : "মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৫ উদযাপন উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১০ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিলের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদ ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম।
এসময় উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মায়নুল হোসেন, সহকারী শিক্ষক স্বপন মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিঞা, কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতি, পাঠ্যপুস্তক, শিক্ষাঙ্গনে অপ্রত্যূল শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নানা অনিয়ম ও উন্নয়ন, শিক্ষকদের প্রত্যাশিত অপ্রত্যাশিত নানা বিষয় তুলে ধরে আত্মসমালোচনা মুলক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ভালো হাতের লেখা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.