মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে সু-স্বাগতম লেখক, নাট্যকার ও গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতার লেখা “বাংলাদেশ আমার অহংকার” বইটির উন্মোচন করা হয়েছে।
২৪ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতা নিজেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক সামসুল ইসলাম টুকু, প্রবীণ সাংবাদিক ও লেখক তসলিম উদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহীদ উদ্দিন আল-হাসান, চাঁপাইনবাবগঞ্জ পোস্ট মাস্টার (অবঃ) লক্ষণ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা (অবঃ) আমিনুল ইসলাম, বালিয়াডাঙা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহসান, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মন্ডল ও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুকা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাস, আন্দোলন-সংগ্রাম ও সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন এই গ্রন্থে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। লেখক গোলাম রাব্বানী তোতা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের পা এখন পঞ্চান্নোর দোরে। বহু আন্দোলন সংগ্রাম আর রক্তপাতের মধ্য দিয়ে কখনো হাসিমুখে, কখনো বিষণ্ন বদনে, আবার কখনো ক্রোধান্বিত হয়ে এগিয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ। এই দেশে বহু মত ও পথের আবির্ভাব হয়েছে। আমরা সাধারণ মানুষ কঠিন বিষয়াদি বুঝি না—জানি না। সহজ-সরলভাবে দেশ পরিচালিত হোক—এটাই আমার ও সাধারণ নাগরিকের প্রত্যাশা।”
অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এবং উপস্থিত অতিথিরা লেখকের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.