চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় একটি বাস এবং কর্ণফুলী এলাকায় একটি মিনি ট্রাকে আগুন লেগেছে।
পুলিশ বলছে, বাস ও ট্রাকটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে কি না নিশ্চিত নয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের পাশে বহদ্দারহাট রোড অ্যান্ড হাইওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বাসটিতে আগুন লাগে।'
'হেলপার বাসটিকে রাস্তার পাশে রেখে টায়ার পরিবর্তন করছিলেন। রাত ৯টার দিকে বাসে রহস্যজনকভাবে আগুন লাগে। ঘটনাস্থলে থাকা হেলপারকে খুঁজছে পুলিশ', বলেন তিনি।
ওসি বলেন, 'আমরা তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হতে পারিনি, তবে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।'
q
সিএমপির বন্দর জোনের ডিসি শাকিলা সুলতানা ডেইলি স্টারকে বলেন, 'কর্ণফুলী এলাকার মাইজারটেক এলাকায় ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত হয়ে চলন্ত একটি পিকআপ ভ্যানে আগুন ধরে যায়।'
তবে স্থানীয়রা জানান, শহরের দিকে যাওয়ার সময় ট্রাকটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই এর চালক পালিয়ে যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.