মো.শাহ আলম ভূঁইয়াঃ চাঁদপুরের শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২২ মে রোববার বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে ফিতা কাটার মাধ্যমে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করে আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.