মো.শাহ আলম ভূঁইয়াঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ৫ কেজি গাঁজাসহ ২ সহোদরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৭ টার সময় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ ভাই ও বানিয়াচোঁ যাত্রী ছাউনির সামনে থেকে অপর ভাইকে আটক করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ মহিউদ্দিন আহমেদ, মোঃ মাহদী হাসান ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় চেকপোস্ট বসায়।
ওই সময় যাত্রীবাহি বোগদাদ সার্ভিসে তল্লাশি করে ৩ কেজি গাঁজাসহ মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের সেকান্দার আলী বিশ্বাসের পুত্র রুবেল বিশ্বাসকে আটক করেছে। রুবেল বিশ্বাসকে আটকের পরপরই বানিয়াচোঁ যাত্রী ছাউনির সামনে তার ভাই মোঃ ফয়সালকে আটক করে পুলিশ। ওই সময় তার ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা জব্দ করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.