জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দে বাস চাপায় একজন ভ্যানচালক মারা গেছেন। নিহত ভ্যানচালকের নাম ফজের আলী (৩৭)। আজ শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভা এলাকায় পদ্মার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। ফজের আলী গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের হাচেন মোল্লারপাড়া গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি ভ্যানে করে পেঁয়ারা, আনারসসহ বিভিন্ন মৌসুমী ফল ফেরি করে বিক্রি করতেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ নামের দূরপাল্লার যাত্রীবাহী ওই বাসটি ভ্যানচালক ফজের আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে ও বাসের চালক আলী আকবরকে (৪৫) আটক করা হয়েছে।
ছবি সংযুক্ত
জহুরুল ইসলাম হালিম
রাজবাড়ী প্রতিনিধি
তারিখ-১৯ আগষ্ট ২০২২ ইং
মোবাইল-০১৭১৬৮৮৭৩৮৩।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.