রাজবাড়ী সংবাদদাতাঃ
রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ মোঃ জাহিদ শেখ (৩৩) নামের এক মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (০১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকায় দেলোয়ার ষ্টোরের সামনে ইটের রাস্তার উপর হইতে তাকে আটক করা হয়।
আটককৃত মাদককারবারি মো. জাহিদ শেখ উপজেলার উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকার মৃত মতলেব শেখের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর মাতুব্বর জানতে পারেন এক যুবক হেরোইন বিক্রির উদ্দেশ্যে উপজেলার উত্তর দৌলতদিয়া পুরাভিটা এলাকার দেলোয়ার ষ্টোরের সামনে অবস্থান করছেন। পরে সঙ্গীয় অফিসার্স ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখান থেকে ১০ গ্রাম হেরোইনসহ (যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা) মো. জাহিদ শেখকে আটক করে ডিবি পুলিশ ।
আটককৃত যুবকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের মাধ্যমে শুক্রবার বিকেলে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.