জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবাসহ মো. পারভেজ শেখ (২২), নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
রোববার (১২ জুন ) এক এজাহার সূত্রে জানা যায়, মো. পারভেজ শেখ উপজেলার পূর্ব পাড়ার (দৌলতদিয়া যৌন-পল্লী) মৃত নাজিমদ্দিন শেখের ছেলে।
এর আগে তাকে শনিবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার পূর্ব পাড়ার (দৌলতদিয়া যৌন-পল্লী) মধ্যে উম্বার সরদার এর ছেলে মো. রফিক সরদারের বাড়ীর ভিতরের উঠান থেকে ২৫ পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়।
শনিবার (১১ জুন) উপজেলার গোয়ালন্দ ঘাট এলাকায় ডিউটিরত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন এক ব্যাক্তি ইয়াবা বেচাকেনার জন্য দৌলতদিয়া পূর্ব পাড়াস্থ (দৌলতদিয়া যৌন-পল্লীর) মধ্যে উম্বার সরদার এর ছেলে জনৈক মো. রফিক সরদারের বাড়ীর ভিতরে উঠানে অবস্থান করছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারকে অবগত করে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে তাকে ২৫ পিচ ইয়াবা সহ আটক করে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মাদক কারবারি মো. পারভেজ শেখকে আটক করা হয়। আটককৃত'র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.