আনন্দিত ইউনিয়নবাসী
স্টাফ রিপোর্টার, মোঃ নাসির উদ্দিন (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কার্যক্রম আরও বেগবান করতে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদ আকন।
পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করা হয়। একই পত্রে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদকে প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ইউনিয়নের সাধারণ জনগণকে দীর্ঘদিন ধরে নানা সেবা পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছিল। তাই ইউনিয়নের সার্বিক প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে জেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে গোলখালী ইউনিয়নের বাসিন্দা গৌতম হাওলাদার, নাসির উদ্দিন, জাকির হোসেন, কেসব দাস, ও জয়দেব সাধুসহ অনেকে বলেন,
> “আগে প্রশাসক হিসেবে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ স্যার দায়িত্ব পালন করলেও তিনি নিয়মিত ইউনিয়নে উপস্থিত থাকতে পারতেন না। ফলে আমাদের অনেক কাজ অসম্পূর্ণ থেকে যেত। এখন আবু সাঈদ আকন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় আমরা খুবই খুশি।”
গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব রমিজউদ্দিন বলেন,
> “নবনিযুক্ত চেয়ারম্যান মো. আবু সাঈদ আকন একজন পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।”
এ বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যান মো. আবু সাঈদ আকন বলেন,
> “সরকারি নীতিমালার বাইরে কোনো কাজ এই ইউনিয়ন পরিষদে হবে না। আমার লক্ষ্য জনগণের ইউনিয়ন গড়া—দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠা করা। জন্মনিবন্ধন, জেলে চাল, ভিজিবি চাল, বিভিন্ন ভাতা—সব কিছু হবে স্বচ্ছতার ভিত্তিতে। আমি চাই মানুষ যেন দ্রুততম সময়ে সহজে সেবা পায়।”
তিনি আরও সকল ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন এবং প্রতিশ্রুতি দেন, গোলখালী ইউনিয়নকে একটি উন্নত, স্বচ্ছ ও জনগণের সেবামুখী প্রশাসনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.