গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দীর্ঘ ২ বছর পর ভোট গ্রহণ শুরু হয়েছে। উপজেলার সাব রেজিষ্ট্রীর মোঃ হুমায়ন কবীর কে প্রধান নির্বাচন কমিশনার করে এ ভোট শুরু হয়। দলিল লেখক সমিতির সভাপতির ৩জনে বিপক্ষে ৫৪টি ভোট পেয়ে মোঃ আনোয়ার ইসলাম (টিটু) সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি ৭৩টি ভোট এম.এ লতিফ নিবাচিত হন। সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মোট ৬৩টি ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ বিনা প্রতিদদ্বিতায় নিবাচিত হন। এছাড়া আসাদুল হক, শহিদুর রহমান, আব্দুল মাজেদ সদস্য পদে জয়লাভ করেন। সভাপতির জয়লাভে বলেন, সবার ভালবাসা পেয়ে জয়লাভ করেছি যেন, সমিতির সকল কাজ সঠিক ভাবে কাজ করতে পারি
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.