মোঃ অজি উদ্দীন, গোদাগাড়ীঃ
গোদাগাড়ীতে বজ্রপাতে নাদিরা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকাল ১১টার সময় উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল এলাকায় নাদিরা গরু আনতে মাঠে গেলে বজ্রপাতে মৃত্যু হয়।
নিহত নাদিরা গোদাগাড়ীর পূর্ব বামনাইল গ্রামের পাতাল আলী মেয়ে। সে বাবার বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাদিরার একমাত্র জীবিকা নির্বাহ মাধ্যম ছিলো গরু পালন । সে প্রতিদিন গরু মাঠে বেঁধে দিয়ে আসে। আজ বেলা ১১ টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘলা হয়। এই সময় তিনি মাঠে গরু আনতে যায়। মাঠ থেকে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সেখানেই তিনি মারা যান। পরে বাড়ী আসতে দেরি হলে পরিবারের লোকজন মাঠে খোঁজতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.