গোদাগাড়ী প্রতিনিধি:
২ ফেব্রুয়ারি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের অধীন বিলভ্যালা মৌজায় সহকারী কমিশনার(ভূমি) কর্তৃক বিলভ্যালা জলকর' নামক জলমহাল ও পাখির অভয়ারণ্যে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) দেখেন 'বিলভ্যালা জলকর' নামক জলমহাল ও পাখির অভয়ারণ্যে অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ করা হচ্ছে। যা জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরুপ। এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জনান যে, সেচকার্য্যে ব্যবহৃত একটি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে উপস্থিত পাওয়া যায়নি। নিয়মিত মামলা প্রক্রিয়া চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.