কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (কুবি) সম্পন্ন হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে উপস্থিত ছিলো ৯৪ দশমিক ০৮ শতাংশ পরীক্ষার্থী।
শনিবার (১৩ আগস্ট) বেলা ১২ টায় শুরু হয় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। গুচ্ছের ‘খ’ ইউনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৯৯৮ জন। বিশ্ববিদ্যালয়সহ মোট ৪ টি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হল- কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও সরকারী টিচার্স ট্রেনিং কলেজ।
ভর্তি পরীক্ষা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, আমরা এখন পর্যন্ত নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ করছি। তবে কিছু কেন্দ্রে রেজিস্ট্রেশন কার্ডের একটু সমস্যা হয়েছিল সেটা আমরা প্রিন্ট করে সমাধান করে দিয়েছি। এবং কয়েকজন পরীক্ষার্থী ভুল কেন্দ্রে চলে আসে তাদেরকে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি এবং তাদের উত্তরপত্র আলাদা খামে করে কেন্দ্রে পাঠাবো।’
প্রসঙ্গত, দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.