মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ২৮ মিনিটের দিকে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। চট্রগ্রাম, পার্বত্যচট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং বান্দরবানে কিছু এলাকায় ভুকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬ বলে আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানওয়া থেকে ৪৬.১ কিলোমিটার পূর্ব- দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ১১৪.২ কিলোমিটার গভীরে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন , উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৭৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে। তবে দেশের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.