সানজিম, গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতাঃ ছাগল পালন করে গ্রামীণ জনগোষ্ঠীর বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচন করা সম্ভব। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বৃহস্পতিবার সকালে ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী, মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমনটি অভিমত ব্যাক্ত করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন।
“ছাগল পালনে অর্থ আয় ,খাদ্য পুষ্টি সবই জোগাই” প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১ টায় অনুষ্ঠিত্ব মেলায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গংগাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগলের প্রদর্শনী ও মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ, অতিরিক্ত জেলা প্রাণীসম্পদ অফিসার ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ড. মোঃ জোবাইদুল কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম,গংগাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, লিয়াকত আলী, মোহামিন ইসলাম মারুফ, শহীদ চৌধুরী দীপ, আব্দুল্লাহ আল হাদীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং খামারীগণ অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.