খুলনার সংবাদদাতাঃ
ক্রমাগত বন্যা এবং বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্তিতিতে সেখানকার মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে খুলনা জেলা প্রশাসক। চর্মকার তথা মুচিদের এই কঠিন সময়ে তাঁদের বিপদে পাশে দাড়াবার বার্তা দিয়েছে খুলনা জেলা প্রশাসক। চর্মকারদের মধ্যে বিভিন্ন উপকারন এবং ছাতা বিতরণ করেছে তারা ।খুলনা জেলা প্রশাসকের উপস্থিতিতে কর্মীরা উপকারন বিতরণের অভিযান পরিচালনা করেন।
চর্মকার সঞ্জয় বলেন তাদের রোদে ও বৃষ্টিতে অনেক কষ্ট হয় মাথার উপর এক খানা ছাতার ছাইয়া আদের কাছে আশীর্বদ শরুপ।এই সকল উপকারন তারা পেয়ে খুবই খুশি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.