মোশারফ হোসেন রামগড়
খাগড়াছড়ির গুইমারার বাইল্যাছড়ির ৩নং রাবার বাগান এলাকায় দুর্গম একটি ছড়ারপাড়ের প্রায় ৩ একর গাঁজা ক্ষেতের গোপন সূত্রে সন্ধান স্থানীয় প্রসাশন , ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেয় সেনাবাহিনী ও পুলিশ । যার আনুমানিক ওজন ৩০টন এবং মূল্য ৩০ কোটি টাকা বলে জানায় সংশ্লিষ্ট প্রশাসন।
১৬ জানুয়ারী গুইমারার ইউএনও এবং ওসি'র উপস্থিতিতে মাটিরাঙ্গা সেনা জোনের সদস্য এবং গুইমারা থানার পুলিশ এসব গাঁজা ক্ষেত কেটে ধ্বংস করে দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছে খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম ও খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.