কালীগঞ্জ সংবাদদাতাঃ
রোববার (১০জুলাই) ঈদের দিন দুপুর সাড়ে তিনটায় লালমনিরহাট, কালীগঞ্জের মদাতী ইউনিয়নের অন্তর কোরবানি শেষে গোশত নিয়ে নতুন বিবাহিত বোনের বাসা যওয়ার আগেই মৃত্যুর কোলে ঢোরে পড়ার খবর পাওয়া গেছে৷
জানাযায় বোনের বাসায় জাওয়ার জন্য তৈরি হচ্ছিল অন্তর (২১)৷ হঠাৎ তার বুকে ব্যথা অনুভব হলে, তাৎক্ষণিক ভাবে কালিগঞ্জ সরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় ।
অন্তরের লালমনিরহাট, কালীগঞ্জের মদাতী ইউনিয়নের, কিশামত মদাতী এলাকার বাসিন্দা ও আসাদ খাঁনের একমাত্র পুত্র।
অনন্ত হাজরানিয়া বাজারে বাবার সাথে ওষুধ এর ব্যাবসা করে আসছিলো৷ তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া৷
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.